প্রিন্ট এর তারিখঃ Oct 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ Sep 23, 2025 ইং
ফতুল্লায় র্যাব-১১’র অভিযানে ৯ ডাকাত গ্রেফতার,

নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈদ্যুতিক সরঞ্জাম ডাকাতির ঘটনায় র্যাব-১১’র অভিযানে ৯ ডাকাত গ্রেফতার ,৬৫ লক্ষ টাকার মালামাল উদ্ধার। সহ ৯ ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব-১১। তাদের কাছ থেকে ডাকাতির বিপুল পরিমাণ বৈদ্যুতিক মালামাল ও উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টায় এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, সম্প্রতি ফতুল্লা এলাকার একটি গুদামে ভয়াবহ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদল রাতে গুদামে হানা দিয়ে বিপুল পরিমাণ বৈদ্যুতিক সরঞ্জাম, ক্যাবল, ট্রান্সফর্মার ও দামী যন্ত্রপাতি লুট করে নিয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় ৬৫ লক্ষ টাকা।
র্যাব-১১ টিম তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা নজরদারির মাধ্যমে অভিযান চালিয়ে ঢাকাসহ নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে আটক করে। তাদের কাছ থেকে লুন্ঠিত বৈদ্যুতিক সামগ্রীর একটি বড় অংশ উদ্ধার করা হয়েছে।
অধিনায়ক সাজ্জাদ হোসেন বলেন, এই চক্রটি দীর্ঘদিন ধরেই নারায়ণগঞ্জ ও আশপাশের শিল্প এলাকায় ডাকাতি করে আসছিল।
তিনি আরও জানান, গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বাকি পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত
আছে।
মনিরুল ইসলাম মনির
নারায়ণগঞ্জ
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট